দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

অর্থপাচারকারীদের তালিকা চাওয়ার পর এবার দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপারকে এ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।  

এর আগে কানাডাসহ দেশের বাইরে অর্থপাচারকারীদের নাম ও ঠিকানাসহ যাবতীয় তথ্য চেয়ে গত ২২ নভেম্বর আদেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। ওই রুলের ধারাবাহিকতায় আজ মামলাটি কার্যতালিকায় আসে।


আরও পড়ুন: করোনা সঙ্গে নিয়ে এগিয়েছে জীবন


এর আগে গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অর্থ পাচার নিয়ে বক্তব্য দেন। তারপর এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়।

সেসব প্রতিবেদন আমলে নিয়ে অর্থপাচারকারীদের তালিকা চেয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।

news24bd.tv আহমেদ