ম্যানচেস্টার ইউনাইটেডের গোল উৎসব

ম্যানচেস্টার ইউনাইটেডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের পর এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলসরা। এদিকে, ইতালিয়ান সিরি আ গিয়ে আটালান্টার বিপক্ষে ৪-১ গোলে হেরেছে টপ ফোরে থাকা রোমা।  

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে শুরুটা স্বপ্নের মত করে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের মাত্র ৬৭ সেকেন্ডেই ফের্নান্দেসের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্য ভেদ করে দলকে এগিয়ে নেন ম্যাকতমিনে।  

পরের মিনিটেই লিডসের দুর্গে আবারো আঘাত হানেন তিনি। মার্সিয়ালের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের প্রথম তিন মিনিটের মধ্যে দুই গোল করলেন ম্যাকতমিনে।

২০ মিনিটে ডি-বক্সে মার্সিয়ালের শট আটকে গেলে, বল পান ফের্নান্দেস। ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ব্যবধানটা তিনে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

৩৭ মিনিটে কর্নারে মার্সিয়ালের কাছ থেকে বল পেয়ে সহজেই ঠিকানা খুঁজে নেন সুইডিশ ডিফেন্ডার লিনদেলোভ। বিরতির আগে অবশ্য স্কটিশ ডিফেন্ডারের কুপারের গোলে ব্যবধান কমায় লিডস।  

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৬৬ ম্যাকতমিনের পাস ধরে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধানটা পাঁচ একে নেন জেমস।  প্রতিপক্ষের ডি-বক্সে মার্সিয়াল ফাউলের শিকার হলে ৭০ মিনিটে স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৬-১ করেন ফের্নান্দেস।  

৭৩ মিনিটে দারুণ এক গোলে ডালাস ব্যবধান কমালেও, তাতে পরিবর্তন হয়নি ম্যাচের ভাগ্য। ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।  

এদিকে, ইতালিয়ান সিরি আ লিগে আটালান্টার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে রোমা। ম্যাচে মাত্র ৩ মিনিটেই এডিন জেকোর গোলে এগিয়ে যায় বল দখলে রাখা রোমা।

তবে, দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৯ মিনিটে জাপাতা খেলায় সমতা ফেরানোর পর, ৭০ মিনিটে রবিন গোসেনসের গোলে লিড নেয় আটালান্টা। এর ২ মিনিট পর মুরিয়েল ব্যবধানটা তিনে একে নেয়ার পর, ৮৫ মিনিটে রোমার কফিনে শেষ পেরেকটি ঠোকেন  ইয়োসেফ ইলিফিত।


এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা


নিউজ টোয়েন্টিফোর / কামরুল