স্থানীয় সংসদ সদস্যের দাবি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে

স্থানীয় সংসদ সদস্যের দাবি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে

রিশাদ হাসান

এক মাস না পেরোতেই রাজধানীর মিরপুরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার দুপুরে মিরপুর ১১ নম্বরে তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। ফায়ার সার্ভিস বলছে অতি দাহ্য পদার্থের মজুদ থাকায় শুরুতে অগ্নি নির্বাপন ব্যাহত হয়েছে।

অন্যদিকে স্থানীয় সংসদ সদস্যের দাবি পরিকল্পিতভাবে দেয়া হয়েছে আগুন।  

সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপনে যোগ দেয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহুর্তেই পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন।


আরও পড়ুন: হাফিজের বিষয়ে দল নতুন কিছু বলেনি : ফখরুল


অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। তবে সহায় সম্বল হারিয়ে প্রায় নি:স্ব বসবাসকারীরা।

বস্তিতে অতি দাহ্য পদার্থের মজুদ ছিলো বলে ধারণা করছে অগ্নিনির্বাপন কর্মীরা।

অগ্নিকাণ্ডের আগ থেকে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন  থাকায় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এটিকে পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে দাবি করেন। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

news24bd.tv আহমেদ