আইনজীবী সনদের পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত আসছে

আইনজীবী সনদের পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত আসছে

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতির বিষয়ে ছবি ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। তিনি বলেন, ছবি, সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন মাধ্যম থেকে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। এ ঘটনার কারণে যারা পরীক্ষা দিতে পারেননি তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।


আরও পড়ুন: দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট


এর আগে উদ্ভুত পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গিয়ে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। গতকালের পরীক্ষায় প্রশ্নপত্র ‘কঠিন’ হওয়ার অভিযোগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আন্দোলন ও ভাংচুর করে পরীক্ষার্থীরা। এঘটনায়  ৪৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

news24bd.tv আহমেদ