আবারো বেড়েছে স্বর্ণের দাম

আবারো বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

গেল সপ্তাহে বড় উত্থানের পর সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই স্বর্ণের দাম এক শতাংশের ওপরে বেড়ে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম আবারও ১৯শ ডলার স্পর্শ করলো।

স্বর্ণের পাশাপাশি রূপার দামেও বড় উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ।

  মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল।


আরও পড়ুন: অপমনের উপযুক্ত জবাব দিয়েছেন হাফিজ: তথ্যমন্ত্রী


তবে ৭ আগস্ট থেকে পতনের কবলে পড়ে স্বর্ণের বাজার। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে, এক হাজার ৯ শ ২ দশমিক ৭২ ডলারে উঠেছে। এতে সোমবার লেনদেন শুরুর প্রথমার্ধেই স্বর্ণের দাম ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে গেল।

এর মাধ্যমে ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে এখন স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক