ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট

ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

নেপাল সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় কেপি শর্মা ওলির সুপারিশের পর, পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

একইসঙ্গে মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাব মতো জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের ৩০ এপ্রিল এবং ১০ মে ভোট অনুষ্ঠিত হবে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে রবিবার জরুরি বৈঠকের পর সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

news24bd.tv আহমেদ