খালি চোখে দেখা যাবে বৃহস্পতি ও শনি!

খালি চোখে দেখা যাবে বৃহস্পতি ও শনি!

মাসুদ রানা

চলতি বছর সাক্ষী থেকেছে একাধিক মহাজাগতিক ঘটনার৷ কখনও সূর্যগ্রহণ, তো কখনও চন্দ্রগ্রহণ। আবারো বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। ৪শ বছর পর সোমবার খুব কাছে চলে আসবে বৃহস্পতি ও শনি গ্রহ। যাকে বলা হচ্ছে, গ্রেট কনজাংশন, সূর্যাস্তের পর খালি চোখেই দেখা মিলবে বিরল এই দৃশ্যের।

 

প্রায় ৪শ বছর পর বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পৃথিবীবাসী। সোমবার সূর্যাস্তের পরেই আকাশে এক সঙ্গে দেখা মিলবে বৃহস্পতি ও শনি গ্রহকে। এসময় বৃহস্পতি ও শনির মধ্যে দূরত্ব হবে মাত্র ০.১ ডিগ্রি।  

জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব বলছে, এই দুই গ্রহকে কাছাকাছি আসতে দেখা গিয়েছিল প্রায় ৮শ বছর আগে।

তার পরে ৪০০ বছর পরে এক বার কাছে এলেও তা পৃথিবী থেকে দেখা যায়নি।


আরও পড়ুন: আবারো বেড়েছে স্বর্ণের দাম


বৃহস্পতি আর শনি কতটা কাছাকাছি আসছে তা নির্ভর করে পৃথিবীর অবস্থানের উপর। আর সেই অবস্থান অনুযায়ী এ বছর ২১ ডিসেম্বর যখন বৃহস্পতি শনিকে অতিক্রম করবে তখন পৃথিবী থেকে দুটি গ্রহের দূরত্ব হবে অনেকটাই কাছে।
  
সোমবার থেকে আবারো দুই গ্রহ খুব কাছাকাছি। খালি চোখেই এই ঘটনার সাক্ষী হচ্ছে পৃথিবীবাসী। আর  এবারের এই মহা সংযোগ  অনেকটাই  দুর্লভ।   রাতের আকাশে পৃথিবীবাসিকে এই মিলন আবার প্রত্যক্ষ করতে অপেক্ষা করতে হবে ৬০ বছর।

news24bd.tv আহমেদ