টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত
ক্রিসমাসের উৎসব ঢাকা পড়েছে সাদা বরফে
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের কয়েকটি দেশে ঠান্ডা এবং তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ভারতের দিল্লির সাথে পাল্লা দিয়ে কলকাতায় কনকনে ঠান্ডা। দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।এদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মির, হীমেল শীতের সঙ্গে প্রবল আতঙ্ক, দিশেহারা হয়ে পড়েছে রাজ্যবাসী। এদিকে যুক্তরাষ্ট্রে অব্যাহত তুষারপাতে জনজীবন বিপর্যস্ত।
সোমবার ভারতের উত্তরাঞ্চল জুড়ে ভারী কুয়াশার সঙ্গে প্রচন্ড শৈত্য প্রবাহ বেশ প্রভাব পড়েছে জনজীবনে। ঠান্ডা থেকে নিস্তার পেতে গরম চায়ে চুমুক এবং আগুনের চারপাশে জড়ো হন অনেকে।
অন্যদিকে কনকনে শীতের সঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মির। সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, রাস্তা ও কিছু বাড়িঘরে ফাটল ধরেছে। এছাড়া উত্তরাঞ্চলের বেশিরভাগ শহরে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: মিশন ব্যস্ত প্রটোকল দিতে, অর্থনৈতিক কূটনীতি কীভাবে হবে?
প্রচন্ড শীতে কাঁপছে পশ্চিমবঙ্গও। কলকাতা ও বিভিন্ন জেলার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।
এদিকে যু্ক্তরাষ্ট্রে করোনার সঙ্গে পাল্লা দিয়ে অব্যাহত তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। ক্রিসমাসের উৎসব ঢাকা পড়েছে সাদা বরফে।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য