নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
ইরানসহ ৬ দেশের মধ্যে পরমাণু সমঝোতায় আলোচনা
অনলাইন ডেস্ক
ইরানসহ ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন ইরান, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: জাপানের রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন
তারা বলেছেন, ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের মধ্যেই বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণ এর মূল উপাদান রয়েছে। ওই প্রস্তাবকে তারা বহুমুখী কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন। ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২২৩১ নম্বর প্রস্তাব পাস হওয়ার কারণে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত হয়েছিল।
বৈঠক শেষে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। আজকের বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য