মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
ক্যানসারের মধ্যেই অভিনেতা আবদুল কাদের এবার করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক
ক্যানসার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের জন্য আরেকটি দুঃসংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন তিনি। গতকাল বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সম্প্রতি তিনি ভারতের চেন্না্ইয়ে চিকিৎসা নিতে যান। সেখান থেকে ২০ ডিসেম্বর দেশে ফেরেন। ওইদিনই বিকেল ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তার করোনার পরীক্ষা করা হয়েছে।
করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে আছেন।
সিলেটে চলছে তিনদিনের পরিবহন ধর্মঘট
ভারতে ১১টি গ্রেনেড ফেললো পাকিস্তান
চিন্তার কারণ নেই, ভালো আছি: টিকা নিয়ে বাইডেন
উত্তেজনার মাঝে ভূমধ্যসাগরে নৌ মহড়া চালালো তুরস্ক
গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসায় তেমন অগ্রগতি হয়নি।
তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানান, তার শ্বশুর এই মুহূর্তে কেমোথেরাপি দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ, এই থেরাপি সহ্য করার মতো যে শারীরিক শক্তি দরকার, এখন সেটি তার নেই। তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য