বছরের দীর্ঘতম রাত

বছরের দীর্ঘতম রাত

ফারজানা আহমেদ

২১ ডিসেম্বর আজ বছরের দীর্ঘতম রাত। রাত কতটা দীর্ঘ হতে পারে আমরা যারা পৃথিবীর উত্তরে বাস করি; কঠিণ ভাবেই টের পাই। সর্বশেষ কবে সূর্যের আলো দেখিছি মনে নেই। এ পর্যন্ত ডিসেম্বরে সর্বমোট সূর্যের আলো পেয়েছে গোথেনবারগ ২ ঘন্টা।

স্টকহোম তাও পায়নি। কাল থেকে দিন বড় হতে থাকবে। আর উত্তরের বাসীরা প্রতীক্ষায় থাকবো সূর্যের আলোর।
বছরের বড় রাত ছারাও আরও অন্য কারনে আজ রাতটা ভিন্ন।

news24bd.tv


সিলেটে চলছে তিনদিনের পরিবহন ধর্মঘট

ভারতে ১১টি গ্রেনেড ফেললো পাকিস্তান

চিন্তার কারণ নেই, ভালো আছি: টিকা নিয়ে বাইডেন

উত্তেজনার মাঝে ভূমধ্যসাগরে নৌ মহড়া চালালো তুরস্ক


৮০০ বছর পর বৃহস্পতি ও শণি দুই বৃহদাকার গ্রহ অবস্হান করবে শুণ্য  দশমিক এক ডিগ্রী কৌনিক দুরত্বে । হবে দুই গ্রহের মিলন “গ্রেট কনজাংশন” ৮০০ বছর পর যা পৃথিবী থেকে দেখা যাচ্ছে।

news24bd.tv

আমাদের আকাশে সূর্যেরই দেখা নাই আর রাতের আকাশে বৃহস্পতি, শনি দেখার তো আশাই নেই। তারপরেও স্মরণীয় এ রাতকে স্মরণীয় করতে আমাদের রাতের ঘুরাফেরা ক্রিসমাস নগরীতে হেঁটে বেড়ানো আর মুন থাই এ খাওয়া।

(ফারজানা আহমেদ-এর ফেসবুক পেজ থেকে নেয়া)

news24bd.tv নাজিম