স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
পরিত্যক্ত মাস্ক থেকে বসার টুল!
অনলাইন ডেস্ক
পরিত্যক্ত মাস্ক থেকে বসার টুল বানিয়ে ফেললেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেয়ন ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন-এর ছাত্র। নাম তার কিম হা-নেউল।
ফেলে দেওয়া মাস্ক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই ভাবনা থেকেই ঠিক করেন যে, যেসব মাস্ক পোলিপ্রপিলিনের তৈরি, সেগুলো সংগ্রহ করে তা থেকে চেয়ার বানাবেন।
আইডিয়াটা মাথায় আসার পরই সে মাস্ক সংগ্রহে নেমে পড়েছিলেন। সহপাঠীদের সঙ্গে নিয়ে এ পর্যন্ত ১০ হাজারের মতো মাস্ক নিজে সংগ্রহ করেছেন৷ এর বাইরে বিভিন্ন কারখানা থেকে পেয়েছেন কয়েক টন ত্রুটিযুক্ত মাস্ক৷ ব্যাস, এখন পুরোদমে চলছে চেয়ার বানানোর কাজ৷
সিলেটে চলছে তিনদিনের পরিবহন ধর্মঘট
ভারতে ১১টি গ্রেনেড ফেললো পাকিস্তান
চিন্তার কারণ নেই, ভালো আছি: টিকা নিয়ে বাইডেন
উত্তেজনার মাঝে ভূমধ্যসাগরে নৌ মহড়া চালালো তুরস্ক
ব্যবহার করে ফেলে দেয়া মাস্কের মাধ্যমে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সংগ্রহ করে আনার পর চারদিন রেখে দেয়া হয়৷ তারপর ৩০০ ডিগ্রি সেলসিয়াস (৫৭০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় মাস্ক গলিয়ে চেয়ার বানানো হয়৷ নিজের তৈরি চেয়ার এখনো বাণিজ্যিক ভাবে শুরু না করলেও বিক্রির আশা রাখছেন কিম।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য