রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
প্রেমের সংলাপ দিতে গিয়ে সত্যি-সত্যি প্রেমে পড়েছিলেন তারা
অনলাইন ডেস্ক
রুপালি পর্দার নায়ক-নায়িকাদের নিয়ে সাধারণ মানুষের কৌতুহলটা সবসময়ই বেশি।ব্যক্তিজীবন, সাংসারিক জীবন, কর্মজীবন সবকিছু নিয়ে আগ্রহটা তুঙ্গে। আর তিনি যদি বড় তারকা হন তবে তো কথাই নেই।
আমাদের আজকের আলোচনা রুপালি পর্দায় নায়ক-নায়িকাদের প্রেম নিয়ে। আরও পরিষ্কার করে বলতে গেলে প্রেমের সংলাপ দিতে গিয়ে যাঁরা সত্যি সত্যি প্রেমে পড়েছেন তাদের কয়েকজনের কথাই তুলে ধরবো।
বলিউড তারকাদের সেটের প্রেম নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
সময়টা ১৯৭৪ সাল। বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর আর নিতু সিংয়ের প্রেমের গল্পটি ছিল স্বপ্নের মতো।ঋষি কাপুর এবং নিতু সিং-এর প্রথম সাক্ষাৎ হয়েছিল 'জাহরিলা ইনসান' এর সেটে।
ঋষি সারাক্ষণই নিতু-র সঙ্গে হাসি-মজা করতেন, কিন্তু কোনও সমস্যা হলে তিনি সবার আগে নিতু সিং-এর সঙ্গেই শেয়ার করতেন। সেই সময়, ঋষির অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল এবং নিতু সিং সেটা জানত। আসলে, তিনি তাঁর বান্ধবীকে মানানোর জন্য নিতু-কে দিয়েই টেলিগ্রাম লেখাতেন।
দুজনের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল। ঋষি নিজের সমস্ত গোপন কথা নিতু-এর কাছেই শেয়ার করত। গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হওয়ার পর ঋষি কাপুর তাকে ভুলে যেতে শুরু করেন এবং নিতুর প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন। নিতু সিং-এর মধ্যে তিনি তাঁর স্বপ্নের জীবনসঙ্গীকে দেখতে পেয়েছিলেন। 'জাহরিলা ইনসান' ছবি করার পরে, ঋষি কাপুর ইউরোপে চলে গিয়েছিলেন এবং দূরে থাকাকালীন, নিতুর প্রতি তাঁর প্রেম উপলব্ধি হয়েছিল। সেখান থেকে তিনি নিতুর কাছে টেলিগ্রাম পাঠাতেন।
ফিল্ম সেটে ঋষি ও নিতুর মধ্যে বন্ধুত্ব হওয়া এবং দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হওয়া নিয়ে খুশি হননি নিতু সিংয়ের মা। তিনি চেয়েছিলেন, যাতে নিতু-র ক্যারিয়ারে অগ্রগতি হয় এবং সে যেন কোনও প্রকার গসিপে জড়িয়ে না পড়ে। কিন্তু ঋষি কাপুর যখন নিতু সিংয়ের কাছে বিয়ের প্রস্তাব রেখেছিলেন, তখন তিনি তা অস্বীকার করতে পারেননি। অবশেষে, ১৯৮০ সালের ২২ জানুয়ারি দুই জনে সাতপাকে বাঁধা পড়েন।
দু'বছর ধরে ক্যান্সারের সাথে লড়াইয়ের পরে, অবশেষে থমকে যায় ঋষি কাপুরের জীবন। এই করোনা মহামারির মধ্যে চলতি বছরের ৩০ এপ্রিল মারা যান তিনি।
এবার আসা যাক ৯০-এর দশকে। ১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার শুটিংয়ে প্রেম হয় কাজল আর অজয় দেবগানের। এক সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, ‘আমি প্রথম দেখায় কাজলকে দেখে বিরক্ত হয়েছিলাম। একটা মেয়ে এত কেন কথা বলে! একটু চুপ করে থাকতে পারে না? চরিত্র থেকে মনোযোগ নষ্ট হচ্ছিল বারবার। তারপর তো...।’ কাজলও প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিন শব্দে, ‘অযথা ভাব বেশি’। ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি।
২০০৬ সালে ‘গুরু’ সিনেমার সেটে প্রেম হয় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই আর অভিষেক বচ্চনের। এরপর একই বছর তাঁরা ‘উমরাও জান’ আর ‘ধুম টু’ সিনেমার সেটেও প্রেম করেছেন। অন্যভাবে বলতে গেলে বলা যায় প্রেম করার জন্যই দুজনে এই দুটো ছবিতে ‘চুক্তি করে’ চুক্তিবদ্ধ হয়েছিলেন। তারপর ‘নিশ্চিত হয়ে’ ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন তাঁরা। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান আরাধ্য।
ভারতে ১১টি গ্রেনেড ফেললো পাকিস্তান
চিন্তার কারণ নেই, ভালো আছি: টিকা নিয়ে বাইডেন
উত্তেজনার মাঝে ভূমধ্যসাগরে নৌ মহড়া চালালো তুরস্ক
শহীদ কাপুরের সঙ্গে কারিনা কাপুরের প্রেমের কথা কে না জানত! ইমতিয়াজ আলী পরিচালিত ‘জাব উই মেট’ ছবির শুটিং যখন শুরু হয়, তখনো কারিনা আর শহীদের প্রেম চলছে। তবে ছবির শুটিং শেষ হওয়ার আগেই সেই প্রেম ভেঙে খান খান। ‘জাব উই মেট’ আর ‘তাশান’—এই দুটো সিনেমার শুটিং চলছিল একই সঙ্গে। ‘জাব উই মেট’–এ কারিনার প্রেম ভাঙার পর ‘তাশান’ সিনেমায় কারিনার প্রেম হয় সাইফ আলী খানের সঙ্গে। চার বছর সাইফের সঙ্গে প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আর কারিনা। সম্প্রতি তাঁদের প্রথম সন্তান তৈমুর চতুর্থ জন্মদিন পালন করল। দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখবে শিগগিরই।
২০১২ সালে ম্যাকাও এ জি সিনে অ্যাওয়ার্ডের রাতে প্রথম দেখায় রণবীর দীপিকার প্রেমে পড়েছিলেন। ২০০৯ সালে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার রিলেশনশিপ স্ট্যাটাসও ‘সিঙ্গেল’ ছিল।
এরপর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনটি সিনেমা করেছেন দীপিকা আর রণবীর। ছবির সেটেই চলেছে চুটিয়ে প্রেম। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’—তিনটি ছবিই দুর্দান্ত হিট। শুধু তা-ই নয়, রণবীর আর দীপিকা নিজেদের বুঝে নিতে, জীবনসঙ্গী হিসেবে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই তিন ছবি।
সাইফ আলী খানের বোন ও বলিউড তারকা সোহা আলী খান আর কুনাল খেমুর প্রেম হয় ‘ঢুন্ডতে র্যাহ যায়োগি’ ছবি করার সময়। ছয় বছর প্রেমের পর ২০১৫ সালের ২৫ জানুয়ারি বিয়ে করেন বলিউডের এই জুটি। তাঁদের কন্যাসন্তান ইনায়া জন্ম নেয় ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর।
যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিল ৪০টি দেশ
টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ
রীতেশ দেশমুখ আর জেনেলিয়া ডি’সুজার দেখা ‘তুঝছে মেরি কাসাম’ সিনেমায়। ২০০৩ সাল থেকে প্রেম হলেও এই জুটি বিয়ে করেন ২০১২ সালে। রিয়ান আর রাহিল নামে তাঁদের ঘরে আছে দুই পুত্র।
বিপাশা বসু আর করণ সিং গ্রোভার ‘অ্যালোন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ‘জুটি’ হয়ে গেলেন। ২০১৬ সালের ৩০ এপ্রিল ধুমধাম করে বিয়ে করেন তাঁরা।
২০১৩ সালে ‘ফুকরে’ সিনেমার সেটে প্রেম হয় আলী ফজল আর রিচা চাড্ডার।
এই বছরই তাঁরা বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু তা করোনার কারণে পিছিয়ে কোথায় গেছে তা বলা যাচ্ছে না।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য