ট্রেন-ট্রাকের সংঘর্ষে মারা গেল গেইটম্যান

ট্রেন-ট্রাকের সংঘর্ষে মারা গেল গেইটম্যান

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দায়িত্বরত গেইটম্যান মারা গেছেন। নিহতের নাম সুশান্ত কুমার দাস। তার বাড়ি পাবনার ইশ্বরদীতে। সোমবার মধ্যরাতে রেলস্টেশনের ১ নং গেইটে এই ঘটনা ঘটে।

 

স্টেশন মাস্টার মো. ইস্রাফিল সরকার জানান, খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি রাত এক টার দিকে ১ নম্বর লাইনের প্লাটফর্মে নেওয়া হয়। একই সময়ে ২ নম্বর লাইনের মালবাহী একটি ট্রেনকে অন্য লাইনে নেওয়ার জন্য লাইন এবং সিগন্যাল দেওয়ার আগেই মালবাহী ট্রেনের চালক ১ নম্বর লাইনে প্রবেশ করেন।  

এ সময় রেল গেইট খোলা থাকায় একটি ট্রাকও ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে বস্তা চাপা পড়ে গেইটম্যান সুশান্ত কুমার দাস মারা যান।

আহত অবস্থায় ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল থেকে ২নং লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।


'কিলার' ভাড়া করে স্বামীকে খুন করে স্ত্রী সালমা!

সৌদী আরবের পর ওমানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন অভিনেত্রী গওহর!


নিউজ টোয়েন্টিফোর / কামরুল