ইউরোপের শেয়ার বাজারে নিম্নগতি

ইউরোপের শেয়ার বাজারে নিম্নগতি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর, ইউরোপের বেশিরভাগ দেশসহ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দেখা দিয়েছে নিম্নগতি। প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও।

যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার এসঅ্যান্ডপি ৫০০-এর সূচক নিচে নেমেছে অন্তত ১ শতাংশ। ডো জোনস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান শাসিত নাসদাকেরও অনেকটা একই অবস্থা।

জার্মানি এবং ফ্রান্সের প্রধান শেয়ারবাজারগুলোর সূচক নেমেছে ৩ শতাংশের বেশি।  

যুক্তরাজ্যের ওপর বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় ধস নেমেছে ব্রিটিশ এয়ারলাইনগুলোর শেয়ারে। ব্রিটিশ এয়ারওয়েজ আইএজির দর কমেছে একধাক্কায় ৮ দশমিক ৪ শতাংশ। স্বস্তিতে নেই ইউরোপের প্রতিষ্ঠানগুলোও।

এয়ার ফ্রান্স-কেএলএমের শেয়ারের সূচক কমেছে ৫ শতাংশ।


এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা


নিউজ টোয়েন্টিফোর / কামরুল