নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
‘৩ ইউরোপীয় দেশের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘনের অভিযোগ’
অনলাইন ডেস্ক
পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই সমঝোতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি।
জারিফ বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরান-ইউরোপ বাণিজ্যিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, তিন ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। কাজেই এ সময়ে ইরানের অপূরণীয় আর্থিক ক্ষতি করার জন্য আমেরিকার সঙ্গে ইউরোপীয় দেশগুলো সমানভাবে দায়ী।
আরও পড়ুন: ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাব দিন: পুতিন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা কত বছর কার্যকর থাকবে তা এই সমঝোতায় লেখা রয়েছে, কাজেই এটি নিয়ে আবার কোনো আলোচনা হবে না। আর পশ্চিমারা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা নিয়ে যে আলোচনা করতে চায় সে সম্পর্কে ইরানের বক্তব্য হচ্ছে, এই অস্থিতিশীলতার জন্য আমেরিকা ও তিন ইউরোপীয় দেশই দায়ী। কাজেই এর সমাধান তাদের হাতেই রয়েছে এবং এখানে ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই।
জারিফ সকল পক্ষকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ যখন এই সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তখন ইরানও তার পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য