এবার মেজর হাফিজের নাম এলো কমিটিতে

এবার মেজর হাফিজের নাম এলো কমিটিতে

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের জন্য ২৫টি কমিটির কোথাও নেই, বিএনপির ভাইস চেয়ারম্যান বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিনের নাম।  

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৪ই ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। তাঁকে বেধে দেয়া ৫ দিন সময়ের মধ্যেই নোটিশের জবাব দিয়েছিলেন তিনি। তবে বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে ১৩৪ সদসস্যের মূল জাতীয় কমিটিতে মেজর হাফিজ এবং শওকত মাহমুদের নাম রাখা হয় তালিকায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করতে জাতীয় ও স্টিয়ারিং কমিটির বাইরে আরও ২৫টি কমিটি গঠন করেছে বিএনপি। এর মধ্যে ১৫টি বিষয়ভিত্তিক এবং ১০টি বিভাগীয় কমিটি করা হয়েছে।  

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন ২৫টি কমিটি ঘোষণা করেন।


আরও পড়ুন: আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর


এর ভেতর কোথাও নাম ছিলো না বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন এবং শওকত মাহমুদের নাম।

তবে কয়েকটি গণমাধ্যমে বিষয়টি আসার পর ১৩৪ সদস্যের জাতীয় কমিটিতে নাম রাখা হয় হাফিজ উদ্দিন এবং শওকত মাহমুদের।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা প্রসঙ্গে বলেন, স্বাধীনতার মূল চেতনাকে বর্তমান সরকার ধ্বংস করেছে।

বিএনপির এই কর্মসূচি থাকবে সারা বছরব্যাপী। শুধু ঢাকায় নয়, প্রত্যেক সিটি করপোরেশন, জেলা সদর এবং উপজেলায় তৃণমূল পর্যন্ত পালন করা হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

news24bd.tv আহমেদ