চিনিকল বন্ধের সিদ্ধান্ত অমানবিক: চরমোনাই পীর

চিনিকল বন্ধের সিদ্ধান্ত অমানবিক: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।  

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছে। এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

চরমোনাই পীর বলেন, ‘আগে থেকে আখ চাষিদের চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে, চিনি কল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দেবে। ’


আরও পড়ুন: প্রসূতি মৃত্যুর অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা


তিনি বলেন, ‘ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে। আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। চাষিদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে।

‘গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে লোকসানের কারণ দেখিয়ে ছয়টি চিনিকল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী ও উন্নয়নের ধারা ব্যাহত করবে। সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয়’,- বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

news24bd.tv আহমেদ