মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমের রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থা দুইজন নিহত হয়েছে। আরেক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।  

নিহতরা হলেন, উপজেলার দারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), একই গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০) ও মাচচর গ্রামের লিকু ফরাজীর ছেলে শাকিল ফরাজী (১৮)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি জানান, তিনজন একটি মোটরসাইকেলে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেয়।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সেখানে শাহিন ও অনিককে মৃত ঘোষণা করে এবং শাকিলকে ঢাকা পাঠায়। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে ।


সিলেটে আজও চলছে পরিবহণ ধর্মঘট, দুর্ভোগ চরমে

আইনজীবীকে হেনস্থার প্রতিবাদে সিএমএম আদালতে বিক্ষোভ

আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করলেন দোরাইস্বামী

করোনার নতুন ধরন নিয়ে জরুরি বৈঠক


নিউজ টোয়েন্টিফোর / কামরুল