রাজনীতিবিদেরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ: কর্নেল অলি আহমেদ

রাজনীতিবিদেরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ: কর্নেল অলি আহমেদ

তৌহিদ শান্ত

এই সমাজে রাজনীতিবিদেরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ আর দলগুলো সব দুর্নীতির ‘কর্পোরেট হাউজ’। এই অভিযোগ করেছেন লিবারেল ডেমেক্রেটিক পার্টি-এলডিপি’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কখনই দাবি করেন নাই, বরং সে’সময় যাদের জন্ম হয়নি তারাই মুক্তিযুদ্ধের গল্প শোনায়- এমন আক্ষেপ খেতাবধারী এই মুক্তিযোদ্ধার।

‘মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমান,’ তাঁর মৃত্যুর পর তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপির এই দাবিটিই দেশের রাজনৈতিক মহলে সবচে বেশী আলোচিত এবং একই সঙ্গে সর্বোচ্চ সমালোচিতও।

জিয়াউর রহমানের সেই বেতার ভাষণ, বিদ্রোহ এবং যুদ্ধে অংশ নেয়া, একই সঙ্গে ৭৫ এর ১৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে তাঁর বিপথগামী সেনাদের হাতে তার মৃত্যুর আগ পর্যন্ত এই অলি আহমেদই ছিলেন রাষ্ট্রপতি জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠজন। বিএনপি প্রতিষ্ঠায় অলি আহমেদ অগ্রগণ্য, তবুও এই দলে শেষে পর্যন্ত থাকতে পারেন নি তিনি।

মুক্তিযোদ্ধা অলি আহমেদের আফসোস মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মানের অধিকার নিয়ে। তবুও আশা রাখেন তিনি, বলেন, নতুন প্রজন্মই তাদের স্বপ্ন বাস্তাবায়ন করবে।


নিজেকে আবেদনময়ী করতে গিয়ে অস্ত্রোপচারে প্রাণ গেল মডেলের

রোহিঙ্গাদের ফেরাতে পাশে থাকবে তুরস্ক

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সম্পর্ক বাঁচাতে নারী সহকর্মীদের গোসলের ভিডিও প্রেমিককে পাঠাত নার্স


নিউজ টোয়েন্টিফোর / কামরুল