বিনা নোটিশে উচ্ছেদ, দাবী ব্যবসায়িদের

বিনা নোটিশে উচ্ছেদ, দাবী ব্যবসায়িদের

নিজস্ব প্রতিবেদক

পূনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চললে ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই এর ৫৪১জন ব্যবসায়ী -কর্মচারী সর্বশান্ত হয়ে যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র এবং সরকারের কাছে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন মার্কেটটির ব্যবসায়ীরা।  

 বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি জানান। সংবাদ সম্মেলনে তারা বলেন, মার্কেটের ৫ম, ৬ষ্ঠ ও সপ্তম তলায় খালি দোকান রয়েছে, সেখানে তাদের পুনর্বাসন বা বরাদ্ধ দিলে তারা স্ব ইচ্ছায় বেইজমেন্ট খালি করে চলে যাবেন।

ব্যবসায়ীরা দাবী করেন, তারা ভ্যাট ট্যাক্স দিয়ে আসছেন অথচ এখন বিনা নোটিশে উচ্ছেদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন, বিগত ২৪ বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি। আমাদের নামে ৫৪১টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে।


আরও পড়ুন: ‘ফরিদা ইয়াসমিন - ওমর ফারুক পরিষদকে ভোট দিন’


প্রথমে দোকান প্রতি ৬০০ টাকা আর পরবর্তীতে এক হাজার ৬০০ টাকা করে প্রতি মাসে ভাড়া নিচ্ছে সিটি কর্পোরেশনের (দক্ষিণ) বাজার শাখা।

আগামী জুন মাস পর্যন্ত আমাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে। আমরা নিয়মিতভাবে ভ্যাট-ট্যাক্স দিচ্ছি।  

২০২১ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত প্রায় দোকানের ভাড়া দেয়া হয়েছে। স্থাপনা ও দোকান উচ্ছেদের নামে সিটি কর্পোরেশন যদি আমাদের উচ্ছেদ করে তাহলে হাজার হাজার ব্যবসায়ী সর্বস্বান্ত হবে।

news24bd.tv আহমেদ