ইরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে গেল ৪ বছরে নানা ইস্যুতে ইরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই কথা জানান।

তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে পুনর্মূল্যায়ন বা নতুন করে আলোচনার জন্য প্রস্তাব ইরানের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।


আরও পড়ুন: চীন ও রাশিয়ার যৌথ মহড়া


এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন হবে।

ইরানের প্রতিনিধি স্পষ্ট করে বলেন, তেহরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না। এবং বলপ্রয়োগ করে ইরানকে ভয় দেখাতে পারবে না।  রাভাঞ্চি অভিযোগ করেন, করোনা মহামারীতে ইরান যখন কঠোর লড়াই করছে তখনও ইউরোপিয় ইউনিয়ন তাদের দায়িত্ব পালন করেনি বরং যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করেছে।

news24bd.tv আহমেদ