সোয়া সাতটায় আবাহনী-মোহামেডান লড়াই

সোয়া সাতটায় আবাহনী-মোহামেডান লড়াই

স্পোর্টস ডেস্ক

ফেডারেশন কাপে আজ দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান। এর আগে বিকেল পৌনে পাঁচটায় পুলিশ এফএসির বিপরীতে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র।  

আবাহনী-মোহামেডান, বাংলার ফুটবলে দুই ঐতিয্য; একটা সময় ওদের মাঠে নামা মানেই ফুটবলপ্রেমীদের তর্ক-বিতর্ক।

ভক্তদের উল্লাস আর টানটান উত্তেজনায় ঠাঁসা ম্যাচ দেখার উপলক্ষ্য। কিন্তু সেসব কিছুই আজ অতীত।

ফেডারেশন কাপে দর্শকরা অনেকদিন দেখে না মোহামেডান-আবাহনী ম্যাচ। ২০১৩ সালের গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের।

ম্যাচটি আবাহনী জিতেছিল ২-০ গোলে। ফেডারেশন কাপে সাতবছর পর মুখোমুখি হচ্ছে একে অন্যের।

আবাহনী ফেডারেশন কাপ জিতেছে ১১ বার। মোহামেডানের নামের পাশে ১০টি। শেষবার মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে ২০০৯ সালে। এরপর আর ফাইনালেই উঠতে পারেনি দেশের ঐতিহ্যবাহী রহমতগঞ্জের কাছে হেরে বিদায় নেয় তারা।


ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য: সিইসি

রেল, বিমান ও ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব

দেশ ও মানুষকে ভালোবেসে কর্তব্য পালন করতে হবে: প্রধানমন্ত্রী

নিখোঁজের দেড় মাস পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের লাশ

লন্ডন থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে সিলেটে নামছে বিমান


আবাহনীও এই রহমতগজ্ঞের কাছে হেরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সময়ের সঙ্গে বেড়ে গেছে দুটো দলের শক্তিমত্তার পার্থক্য। তারপরও ফেডারেশন কাপে মর্যাদার লড়াই। তবে দারুণ একটি ম্যাচের আশা রাখতে দোষ কোথায়?       

এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফএসির বিপক্ষে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমবার দু’দল মুখোমুখি হচ্ছে একে অন্যের। শক্তিশালী দল গড়ে আত্মবিশ্বাসী রাসেল কেসি। মাঠে নামছে সেরাটা দেয়ার প্রত্যয় নিয়ে।

news24bd.tv নাজিম