চট্টগ্রামে হঠাৎ ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগও। নগর জুড়ে নিয়মিত ময়লা, আবর্জনা, বর্জ্য অপসারণ না করার কারণে মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে ডেঙ্গু কর্ণার।  

শীত মৌসুমের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে মশার উৎপাত।

সন্ধ্যা থেকে রাত, এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ঘরে-বাইরে, অফিস-আদালত প্রায় সবখানেই মশার উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী।

এমন বাস্তবতায় বেড়েছে মশাবাহিত রোগও।

গত এক মাসে নগরীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গুও। গত কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন অন্তত ১৪ জন।  


করোনায় মারা গেলেন সাবেক বস্ত্রমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর

দেশে করোনায় প্রাণ গেল আরও ১৯ জনের

সোয়া সাতটায় আবাহনী-মোহামেডান লড়াই

ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য: সিইসি


এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।  

ধীরগতির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য মশার উপদ্রব বৃদ্ধির বিষয়টি স্বীকার করে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানালেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।   

মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজেদের বাসাবাড়ি ও ভবনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ সিটি প্রশাসকের।

news24bd.tv নাজিম