যুক্তরাষ্ট্রে নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রে নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌ-ঘাঁটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা।

স্থানীয় সময় বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে এ আগুন লাগে।

দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রায় তিন হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

ব্যবসায়ীর ২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নিল পুলিশ

চীনের বন্দরে ৮ মাস জাহাজে ‘বন্দিজীবন’ কাটাচ্ছেন ২৩ ভারতীয় নাবিক

গাজীপুরে ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানাতে পারেনি অঙ্গরাজ্যটির বনবিভাগ ও দমকল বাহিনী।

news24bd.tv নাজিম