আমরা একটা টানেলের ভেতর আছি

শওগাত আলী সাগর

আমরা একটা টানেলের ভেতর আছি

শওগাত আলী সাগর

আমরা একটা টানেলের ভেতর আছি, এই টানেলটার নাম- কোভিড-১৯ টানেল।   সেই টানেল থেকে দুরে একটি আলোর বিন্দু দেখা যাচ্ছে। ঠিক সেই আলোর বিন্দুটার দিকে স্থির তাকিয়ে থাকো তারপর একটু একটু একটু করে সেদিকে হাটতে থাকো।  

খুব সাবধান, টানেলের ভেতর দিয়ে হেটে যাওয়ার সময় নিজেকে কোনোভাবেই পিছলে পরতে দেয়া যাবে না।

’- কুইন্স ইউনির্ভাসিটির ইনফেকশাস ডিজিস বিভাগের প্রধান ড. জিরাল্ড ইভানস বলছিলেন কথাগুলো।

ভ্যাকসিন প্রয়োগ শুরু আর নতুন ধরনের কোভিঢ ভাইরাসের প্রাদুর্ভাবের সংবাদ মানুষকে আশা নিরাশার দোলাচলে ফেলে দিয়েছে। ভ্যাকসিন যেমন আশাবাদ তৈরি করেছে, ভাইরাসের রুপান্তর তেমনি আতংক ছড়াচ্ছে।


চলে গেলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের

রাবি অধ্যাপককে হত্যার হুমকি

করোনা ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ সালমান

বড় দিনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ


ঠিক এমনি সময়ে ড. ইভান্স সিবিসি টেলিভিশনে ‘কোভিড টানেলের’ শেষ প্রান্তের  আলোর রেখাটির দিকেই দৃষ্টি স্থির রাখতে বললেন।

তারপর ধীরে ধী..রে সেই আলোর দিকে হেটে যেতে বললেন।

সেই আলোর দিকে কিভাবে হেটে যাবো আমরা? কতো দিন হাটতে হবে আমাদের!
ড. জিরাল্ড ইভান্স বলছেন, জানো, আগামী বসন্তটা অন্যরকম হবে। আগামী বসন্তটা হবে আশার পূর্ণতার বসন্ত। এই যে ভ্যাকসিনেশনটা চলছে, সেটা অনেক কিছুই বদলে দেবে।  

দেখো, আগামী বসন্তেই মানুষ যা করতে চায় ঠিক সেইকমভাবেই সব কিছু করতে শুরু করবে। মাঝখানে শুধু চারটা মাস, এই শীতের সময়টা কোভিড টানেলের ভেতর দিয়ে সন্তর্পনে হেটে যেতে হবে আমাদের। দুরে যে আলোর রেখাটা দেখা যাচ্ছে, সে দিকে দৃষ্টি  স্থির রেখে আমাদের হেটে যেতে হবে।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv নাজিম