মেয়েটাকে নিয়ে ফেসবুকে ট্রল করার কি আছে?

আতিকা রহমান

মেয়েটাকে নিয়ে ফেসবুকে ট্রল করার কি আছে?

আতিকা রহমান

মিস্টার টম ইমাম ফেসবুকে তার বিবাহ বার্ষিকীর ছবি দিয়েছে। এবং সেটা ভাইরাল হয়েছে।  

বেশিরভাগ ছেলে রা বলছে মেয়েটা বুড়া লোকটার টাকা দেখে বিয়ে করছে। মেয়েরা টাকার করে এই করে সেই করে।

মেয়েরা সব পারে।  

আপনারা কি করেন? আমার প্রশ্ন হলো শুধু মেয়েরা ছেলের টাকা দেখে বিয়ে করে?? 
ছেলে রা টাকা দেখে বিয়ে করে না?

ছেলেরা মেয়ের বাপের টাকা দেখে বিয়ে করেনা?  ৮০% ছেলেরাই করে।  

মেয়ের বাপের গাড়ী বাড়ি এসব দেখেনা? মেয়ের বাপের বাড়ি থেকে গা ভর্তি গয়না,, জমি ফ্ল্যাট, বাড়ি ভর্তি ফার্নিচার নেয়না?? 

news24bd.tv

লেনদেন এ হয়না জন্য হাজার হাজার বিয়ে ভেঙ্গে দেয় ছেলের ফ্যামিলি। এই দেশের ৯০% মেয়ের বাপ মা শখ করে দেয়ার পাশপাশি বিয়ের সময় মেয়েকে গহনা, আর ছেলের বাড়ি সাজায়ে দিতে বাধ্য হয়।

 


 এক নজরে অভিনেতা আবদুল কাদেরের বর্ণাঢ্য জীবন

অতিরিক্ত খুঁতখুঁতে আপনি ওসিডিতে আক্রান্ত নাতো?

আমরা একটা টানেলের ভেতর আছি


সব কিছুতে মেয়েদের চরিত্র হরন না করলে হয়না? মেয়েটাকে নিয়ে আজেবাজে কথা বলা। ফেসবুকে ট্রল করার কি আছে? 

মেয়েদের দোষ দেয়ার বদলে পুরুষ জাতি আপননারা নিজেদের দিকে একবার তাকান। এই লোক অল্প বয়সী একটা মেয়ে বিয়া করছে, তার পিছনে লাগার কি আছে? আপনার যদি ইচ্ছা থাকে, ক্ষমতা থাকে আপনিও করেন। কে বাধা দিছে??

আতিকা রহমান, সাংবাদিক

news24bd.tv নাজিম