এভাবেই চলছে আমাদের দেশ

আমিনুল ইসলাম

এভাবেই চলছে আমাদের দেশ

আমিনুল ইসলাম

এক মেয়ের বয়স ১৩ বছর। তার ইচ্ছা টিকটিক স্টার হয়ার। নিজের একটা টিকটক আইডি আছে। সেখান থেকে পরিচয় হয় কয়েকটা ছেলের সাথে।

 

সেই ছেলেরা মেয়েটি'কে টিকটক স্টার বানিয়ে দেবে এমন কথা বলে বাড়ি থেকে বের করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তিন দিন আঁটকে রেখে ধর্ষণ করেছে।  

শেষমেশ অবশ্য মেয়েটি'কে টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের কিশোর এবং তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা এভাবেই বড় হচ্ছে।  


আজ থেকে দেশে বাড়তে পারে শৈত্য প্রবাহ

অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

৫০ বছর পর ভাস্কর্যের কথা মনে পড়ল কেন?

ঢাকা মহানগরে হেফাজতের সাধারণ সম্পাদক মামুনুল হক


এরা মোবাইলে আসক্ত, ফেসবুক-টিকটকে আসক্ত।

এভাবেই চলছে আমাদের দেশ। দেশ চালাচ্ছে বৃদ্ধ'রা। যারা পরিবর্তিত পৃথিবী সম্পর্কে কিছু'ই তেমন জানে না! নেই কোন ধারণাও।

আর যাদের এইসব সম্পর্কে জানার কথা; তারা মোবাইলে আসক্ত কিংবা তাদের আইডল হচ্ছে কিছু টিকটক স্টার। এদের জীবনের ইচ্ছে টিকটক কিংবা ফেসবুক স্টার হওয়া! 
অথচ হবার তো কথা ছিল উল্টো।  

যাদের খেয়ে-দেয়ে কোন কাজ নেই, বয়েস হয়ে গিয়েছে, কিছু করার নেই; তারা মোবাইল নিয়ে পড়ে থাকবে; ফেসবুকে আসক্ত হবে।  

তরুণ'রা আসক্ত হবে জ্ঞান-বিজ্ঞানে। জানতে চাইবে নতুন যে কোন কিছু  সম্পর্কে। সেই সঙ্গে চালাবে রাষ্ট্র।

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া। (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম