এতে পুলিশের এতো লাগছে কেন?

এতে পুলিশের এতো লাগছে কেন?

আমিনুল ইসলাম

এক ডাক্তার ভদ্রমহিলা নাপিত'কে বিয়ে করেছেন।

ব্যাপারটা রংপুরের পুলিশ সুপার (সিআইডি) মশাইয়ের পছন্দ হয়নি।

ওই নাপিতকে পাঠানো হয়েছে জেলে! এরপর ওই পুলিশ সুপার সংবাদ সম্মেলন করেন ওই নাপিত আর ডাক্তার ভদ্রমহিলাকে নিয়ে। সবাই এদের ছবি তুলে পত্রিকায়ও ছাপিয়ে দিয়েছে!

তো, ওই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মশাই বলেছেন

- ‘একজন নাপিতকে বিয়ে করায় চিকিৎসক আয়েশা সিদ্দিকা মিতু অন্যায় করেছেন।

স্বাধীনতা আছে বলেই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন না। তিনি শুধু পরিবার নয়,  চিকিৎসক সমাজকে লজ্জায় ফেলেছেন। ’

অথচ ডাক্তার ভদ্রমহিলা পরিষ্কার বলেছেন- আমি নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেছি।

ভদ্রমহিলা ডাক্তার হয়ে নাপিত'কে বিয়ে করবে নাকি ডাক্তারকে বিয়ে করবে; সেটাও পুলিশ'কে সংবাদ সম্মেলন করে বলে দিতে হবে?

এদিকে শুনতে পেলাম এক নাটকের পরিচালককে নাকি গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- তিনি নাকি তার নাটকে পুলিশকে খারাপভাবে উপস্থাপন করেছেন।

তো, এতে পুলিশের এতো লাগছে কেন? ওই পরিচালককে গ্রেপ্তার করতে হলো কেন?

নাকি চোরের মন পুলিশ-পুলিশ!

নাটক-সিনেমা তো বাস্তবেরই প্রতিচ্ছবি।

বলছি না সকল পুলিশ অন্যায় করে বেড়ায়। কিন্তু আপনাদের মাঝে অনেকেই তো অন্যায় করছে।  

সিনহাকে হত্যা কে করেছে? কিংবা দুই দিন আগেই না পড়লাম পুলিশ সদস্যদের অনেকেই নেশায় আসক্ত। এই জন্য অনেক'কে বহিষ্কারও করে হয়েছে!

আরও পড়ুন: ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের ফাঁসির আসামি ভারতে ধরা

বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মানববন্ধন

‘করোনা ভ্যাকসিন মুসলিম সম্প্রদায়ের জন্য হারাম’

আর এই ডাক্তার মহিলার সাথে সংবাদ সম্মেলন?

পুলিশ কোন আইনের আওতায় এই সংবাদ সম্মেলন করে বলে- আপনি নাপিতকে বিয়ে করে অন্যায় করেছেন। যা ইচ্ছে তাই আপনি করতে পারেন না।  

এর মানে কী?

পুলিশ দিনে-দুপুরে অন্যায় করে মানুষ মেরে ফেলতে পারে। কেন, সিলেটের ওই ঘটনা কি আমরা এর মাঝে ভুলে গিয়েছি?

একটা জলজ্যান্ত মানুষকে হত্যা করে মহা আনন্দে পালিয়ে গেল। অন্যান্য পুলিশরা আবার পালিয়ে যেতে সাহায্যও করেছে।  

তো, পুলিশ যা ইচ্ছে তা-ই করতে পারে। মানুষ মারতে পারে। ইয়াবা ব্যবসা করতে পারে। মদ-গাঁজা'র নেশায় আসক্ত থাকতে পারে। তাদের সকল রকম স্বাধীনতা আছে।   কোনো সমস্যা নেই।

এক ডাক্তার ভদ্রমহিলা, নাপিত'কে বিয়ে করলে আপনারা সংবাদ সম্মেলন করে বলে বসেন- আপনি যা ইচ্ছা তা করতে পারেন না! স্বাধীনতা থাকলেই যা ইচ্ছে করা যায় না!

আপনারা কী বুঝতে পারছেন না- মানবাধিকার লঙ্ঘন একেই বলে।

news24bd.tv তৌহিদ