লাইফ সাপোর্টে জিনাত বরকতুল্লাহ

লাইফ সাপোর্টে জিনাত বরকতুল্লাহ

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। অবস্থার অবনতি হওয়ায় জিনাত বরকতুল্লাহকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে মেয়ে বিজরী জানালেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়াতে ২১ ডিসেম্বর রাতে জিনাত বরকতুল্লাহকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে।

এরপর চিকিৎসক তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। পরিস্থিতি আরও অবনতি হলে গত পরশু থেকে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

আরও পড়ুন: ‘৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজাতে হবে’

বিজরী বললেন, ‘আম্মার অবস্থা ভালো না। খুবই সংকট সময় পার করছি।

সবাই আম্মার জন্য দোয়া করবেন। ’

তিনি বললেন, ‘মা অসুস্থ থাকলে এমনিতেই মন ভালো থাকে না। তার মধ্যে আম্মার অবস্থা এতটাই জটিল যে কিছুই ভালো লাগছে না। কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বলে বোঝাতে পারব না। মায়ের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছি, তাই হাসপাতালই এখন ঘরবাড়ি হয়ে গেছে। মাকে এভাবে হাসপাতালে রেখে বাইরে কোথাও যেতে মন চায় না। কখন মায়ের কাছ থেকে ডাক পড়বে, মা চোখ মেলে তাকাবেন, বাইরে দাঁড়িয়ে সেই অপেক্ষায় আছি। ’

news24bd.tv তৌহিদ