শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি খাদ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে এনে নতুন করে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চালের আমদানি শুল্ক এখনকার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন: উঠান বৈঠক-পথসভা করেননি বিএনপি প্রার্থী, কেন্দ্রে নেই পোস্টারও

ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের ফাঁসির আসামি ভারতে ধরা

রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৈধ আমদানিকারকরা চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন।

যাচাই-বাছাই করে তাদের অনুমতি দেওয়া হবে।

news24bd.tv তৌহিদ