দ্বিতীয় দফা আফগান-তালেবান আলোচনা

দ্বিতীয় দফা আফগান-তালেবান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছেন।

প্রেসিডেন্ট ঘানির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি এক টুইট বার্তায় এই তথ্য জানান। জানান, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধিদলের নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহর আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট ঘানি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন।

আরও পড়ুন: সানা খানকে বিয়ে করে ‘বিপদে’ মুফতি আনাস!

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে সন্দেহভাজনের নাম প্রকাশ

তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে সিদ্দিকি জানান।

এতদিন আফগান সরকার কাতারে না করে নিজ দেশের মাটিতে আলোচনা করার তাগিদ দিলেও তালেবানরা কঠোরভাবে এর বিরোধিতা করেছে। এর আগের কাতারের দোহায় আয়োজিত প্রথম দফা আলোচনা তিনমাস ধরে চলে। আগামী ৫ জানুয়ারি দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

news24bd.tv তৌহিদ