মহামারীতেও গাড়ি নির্মাণের রেকর্ড টয়োটার

মহামারীতেও গাড়ি নির্মাণের রেকর্ড টয়োটার

আন্তর্জাতিক ডেস্ক

করোনা মহামারীর মধ্যেও গেল নভেম্বরে গাড়ি নির্মাণের রেকর্ড করেছে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা।  

নভেম্বরে সংস্থাটির উৎপাদন গেল বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ লাখ ২৮ হাজার ৬৬ ইউনিটে পৌঁছাতে দেখা গেছে।

আরও পড়ুন: শতাব্দী সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যেখানে অন্য গাড়ি নির্মাতারা নির্মাণ হ্রাস করেছে, সেখানে জাপান ও চীনে বাড়তি চাহিদার ফলে টানা তৃতীয় মাসের মতো নির্মাণ বাড়িয়ে দিয়েছিলো টয়োটা।

গেল মাসে টয়োটা সহ আটটি শীর্ষ জাপানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের মোট নির্মাণ শূন্য দশমিক ৩ শতাংশ কমে ২৩ লাখ ৬০ হাজার ইউনিটে পৌঁছেছে।

news24bd.tv তৌহিদ