নৌকা-ধানের শীষ সমানে সমান, মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা

নৌকা-ধানের শীষ সমানে সমান, মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭১০ ভোটে হারিয়ে মেয়রের আসন ছিনিয়ে নিলেন সতন্ত্র প্রার্থী মাহমুদুল আলম লিটন।

লিটন নারিকেল গাছ মার্কার মোট ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের মেয়র মুরতুজা সরকার মানিক জগ মার্কায় ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।

আরও পড়ুন: পাকিস্তানে গোলাগুলি; আধা সামরিক বাহিনীর ৬ সদস্য নিহত

এদিকে নৌকা প্রার্থী খাজা মইন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪৬০ ভোট এবং সাহাজুল ইসলাম ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।

উল্লেখ, দিনাজপুর জেলার ৯টি পৌরসভার মধ্যে প্রথম দফার নির্বাচনে সোমবার ফুলবাড়ী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী পৌর এলাকার মোট ১০টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রোনিক ভোটিং মেশিন-ইভিএম দিয়ে। আর এই ১০টি কেন্দ্রের মোট ৯৪টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিলো ২৭ হাজার ৯৩১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯জন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন।

news24bd.tv তৌহিদ