৩১ ডিসেম্বরের মধ্যে সুন্দরবন স্কয়ার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ

মৌ খন্দকার

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ দোকান পুরোপুরি উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটটিতে নকশা বহির্ভূতভাবে ৭৫৩টি দোকানের এরইমধ্যে দুই তৃতীয়াংশ উচ্ছেদ করা হয়েছে।

এদিকে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অবিলম্বে পূর্ণবাসনের দাবি জানানো হয়।  

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে পঞ্চম দিনের মতো নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সোমবার দুপুর থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম।

আরও পড়ুন: পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া

সব মিলিয়ে চার দিনে এই মার্কেটের দুই-তৃতীয়াংশ নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ করা হয়েছে।

সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মূল নকশার বহির্ভূতভাবে গড়ে উঠেছে ৭৫৩টি দোকান। মার্কেটের গাড়ি পার্কিং, লিফট এবং টয়লেটের জায়গায় গড়ে তোলা হয়েছে এসব অবৈধ দোকান।

এমন বাস্তবতায় দ্রুত পূর্ণবাসনের ব্যবস্থা করে তাদের আবার ব্যবসা করার সুযোগ করে দেওয়ার দাবি জানান ভুক্তভোগী দোকান মালিকরা।

ডিএসসিসির ম্যাজিস্ট্রেট  ইরফান উদ্দিন বলেন,  মার্কেটটি আবারো খুলে দেওয়া হবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর থেকে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে ডিএসসিসি।

news24bd.tv তৌহিদ