মানুষের কমন সেন্স ফিরে আসুক

মানুষের কমন সেন্স ফিরে আসুক

কাজী তাহমিনা

মানুষ জনের উপদেশ বিতরণ, অযাচিত উদ্ভট কমেন্ট ও আউলাঝাউলা মেসেঞ্জার মেসেজের জ্বালায় শান্তিতে ফেসবুক করা যায় না।

#হে ভাই, কেন আপনি ঘুষখোর, দুর্নীতিবাজ নিয়ে ল্যাখেন?
ক্যান, আপনার গায়ে লাগে? জ্বলে?

#দেশ দশ নিয়ে এতো কথা বলেন কেন? 
এই দেশে থাকবো, তাই দেশ দশের ভালো মন্দ নিয়া দুচারখান কথা বলি। কিন্তু, আপনার জ্বলে কেন?

#মন খারাপ বইলা আবার ছবি পোস্ট দেন কেন? 
লাইক কমেন্ট গুনে মন ভালো করার জন্য দিই। আপনার কোন সমস্যা?

#খাবারের ছবি দেন কেন? 
কারণ, রাঁধতে জানি।

খাইতে ও খাওয়াইতে জানি। নিজের উপার্জন করা পয়সায় বাজার করি, রাঁধি, নিজে খাই, অপরকে খাওয়াই। ছবি দিলে মন ভালো লাগে। পরে দেখতেও পারি, কী রানছিলাম।
আপনার কোন সমস্যা?

#খুব তো হাসিখুশি ছবি দেন। তাইলে এত বিষণ্ণতা, দুঃখের কাব্য লিখেন কেন?
কারণ, জীবন এইসব বৈপরীত্য ও না-মেলাতে পারা ঘটনারই সমাহার। বুঝতে হলে ভাবতে হবে। চিন্তা করা শিখতে হবে।

#এতো কথা বলেন, ক্লান্ত লাগে না?
না, ভাই। আপনার দেখতে, শুনতে ক্লান্ত  লাগলে, আপনি বিদায় হন। ব্লক মারেন।

#আপনার সাথে কথা বলতে চাই।  
না, ভাই, আজাইরা কথা ফোনে মেসেঞ্জারে বলার বয়স নাই, সময় নাই, ইচ্ছাও নাই।

#আপনার পরিচয় কী?
তা দিয়া আপনার দরকার কী?

#আপনি এতো অসহ্য কেন?
আপনারে তো বাসায় গিয়ে ডাইকা আনি নাই, আমারে সহ্য করার জন্য। আপনি আমারে সহ্য করতে পারেন না, তারপরও কী লিখলাম, কী খাইলাম, ঘুরঘুর করে দেখেন, কাহিনী কী?

লাভ-হেইট ব্যাপারস্যাপার নাকি!
হা, হা! জোকস এ পার্ট,

মানুষের কমন সেন্স ফিরে আসুক। কোথায় কী কমেন্ট করা যায়, কারে কী মেসেজ পাঠানো যায়, এইগুলা শিখুক,

নতুন বছরে এই দোয়া করি!

news24bd.tv আহমেদ