করোনার নতুন স্ট্রেন মিলল ইতালি ফেরত ৬ ভারতীয়ের শরীরে

করোনার নতুন স্ট্রেন মিলল ইতালি ফেরত ৬ ভারতীয়ের শরীরে

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই করোনা আবারও উজ্জিবিত। সারা বিশ্বেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে আবার করোনার নতুন স্ট্রেন। বেশ কয়েকদিন থেকেই এই নতুন স্ট্রেনের করোনা নিয়ে চিন্তিত সারাবিশ্ব।

ইতালিতে করোনার এই নতুন স্ট্রেন ধরা পড়ার পর অনেক দেশ বিশেষ সতর্কতা জারি করে। এবার খোদ ভারতেই ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল নতুন স্ট্রেনের করোনা। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঞ্চল্য তৈরি হয়েছে দেশ জুড়ে।


আরও পড়ুন: স্বাস্থ্যকর্মী রোগী রেখে পালিয়ে যেতে পারে না: শওগাত আলী সাগর


নতুন স্ট্রেন বহন করা এই ৬ জনের মধ্যে ৩ জন রয়েছেন মেডিকেল স্কুল অব বেঙ্গালুরুতে।

২ জন রয়েছেন সিসিএমবি হায়দরাবাদে ও ১ জন এনআইভি পুণেতে।

নতুন স্ট্রেনের এই করোনা নিয়ে চাপে রয়েছে ব্রিটেনসহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে করোনা সংক্রমণ আটকাতে লকডাউন ঘোষিনা করা হয়েছে । ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিসেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করা হচ্ছে।

কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভয়ঙ্কর। যার ফলে এই নিয়ে আতঙ্ক আরও বাড়ছে।

news24bd.tv আহমেদ