কুয়েতে শেষ হলো মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট

কুয়েতে শেষ হলো মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট

কুয়েত প্রতিনিধি

কুয়েতে মুজিববর্ষকে স্মরণীয় করতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত।

দীর্ঘ ২০টি দলের খেলা শেষে ফাইনালে ওসমানি কে হারিয়ে খেলায় জয়ী হয় জিলিব নাইট রাইডার্স।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহাঙ্গির খান পলাশের সভাপতিত্বে এবং সাধারাণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও নাছিমা সরকারের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান পুরস্কার বিতরণ করেন।

জাঁকজমকভাবে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও আয়োজকদের পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফারওয়ানিয়া  গভর্নোরেট  উচ্চপদস্থ উল্লেখযোগ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফারওয়ানিয়া গভর্নোরেট এর ডিরেক্টর জেনারেল অফ সিকিউরিটি আবদুল্লাহ সাফ্ফাহ আল মোল্লা, ডিরেক্টর অফ দ্যা মিউনিসিপালিটি  ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসাইন সারখোহ, ক্লিনিং এন্ড রোড ওয়ার্কস  ডিরেক্টর জেনারেল সাদ সালেম আল খিরিনিজ, কমান্ডার অফ জিলিব এরিয়া ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম আল দাই, হাতেম আল রশিদি, আবদুল আজিজ রশিদি সহ  উল্লেখযোগ্য স্থানীয় কুয়েতী  নাগরিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম আবুল হোসেন, দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, বিএমসি ডেপোর্টি কমান্ডার লেঃ কর্নেল শফি, বিজনেস কাউন্সিলের সভাপতি ও এ্যামবাসেডর গ্রুপ অফ কোম্পানির সিইও লুৎফর রহমান মোকাই আলী সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের অসংখ্য প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর