টপিয়ারি: জীবন্ত ভাস্কর্য

টপিয়ারি: জীবন্ত ভাস্কর্য

হারুন আল নাসিফ

টপিয়ারি হলো বহুবর্ষজীবী তরু ও লতা-গুল্মের পাতা ও ডালকে সযত্ন ও নিখুঁত পরিচর্যার মাধ্যমে কেটে-ছেঁটে একটি নির্দিষ্ট জ্যামিতিক অথবা কোনো মানুষ বা প্রাণীর নান্দনিক ও শৈল্পিক আকার বিকাশ ও বজায় রাখার চোখ-জুড়ানো তরুশিল্প বা উদ্যানকলা।  

news24bd.tv

শিল্পের প্রকরণ হিসেবে এটি এক ধরনের জীবন্ত ভাস্কর্য। কাঙ্ক্ষিত আকৃতি দান সহজ করতে এতে একটি ধাতব ফ্রেম ব্যবহার করা হয়। সাধারণত কোনো উন্মুক্ত স্থানে বা বাগানে টপিয়ারি চর্চা করা হয়।

খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকেই ইউরোপে টপিয়ারি চর্চা হয়ে আসছে। বর্তমানে ইউরোপ-আমেরিকায় বাড়ি-ঘরের বাগানেও টপিয়ারির চর্চা করা হয়।

news24bd.tv

এছাড়া টপিয়ারির জন্য বহু একক উদ্যান গড়ে তোলা হয়েছে। আমাদের দেশে উদ্যানকলার এ নান্দনিক মাধ্যমটির কোনো চর্চা নেই।

এমনকি বাংলাভাষায় এ শব্দটিই ব্যবহৃত হয়নি বলা চলে। এখানকার মানুষ এ বিষয়ে তেমন কিছু জানেই না। গতকাল আমি কানাডার মন্ট্রিওল বোটানিক্যাল গার্ডেনের কয়েকটি ছবি পোস্ট করেছিলাম। ওগুলো টপিয়ারির ছবি। আজ বিভিন্ন দেশের কিছু টপিয়ারির ছবি দিলাম।

হারুন আল নাসিফ : কবি, ছড়াকার, সাংবাদিক।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


News24bd.tv / কামরুল