নওগাঁয় কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা

নওগাঁয় কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা

বাবুল আখতার রানা

দেশের বৃহৎ চালের মোকাম নওগাঁয় সপ্তাহ ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে চাপ বাড়ছেই। আর বরাবরের মতো খুচরা আর পাইকারী চাল ব্যবসায়িরা দোষ চাপালেন মিলারদের উপর।  

ধান-চাল উৎপাদনের জেলা নওগাঁ।

দেশের বৃহৎ চালের মোকাম এবং চাহিদার অনেক বেশী পরিমান উদ্বৃত্ত ধান ও চাল এই জেলায়ই উৎপাদিত হয়। অথচ গেল এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে।

বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন গরীব ও  নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চালের বাজার অস্থিতিশীলতার কারণ হিসেবে এবারও খুচরা ব্যবসায়িরা মজুদদার আর মিলারদের উপরই দোষ চাপালেন।

আর বাজারে পর্যাপ্ত পরিমানে ধান না থাকা আর পর পর কয়েক দফা বন্যার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবী নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম সরকারের।
  
দেশের সিংহভাগই চাল নওগাঁ জেলা থেকে সরবরাহ করা হলেও চালের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


News24bd.tv / কামরুল