স্ট্রেইন একই, বিশ্বের দুই প্রান্তের মিডিয়া ও গবেষকদের ভিন্ন ভাবনা

স্ট্রেইন একই, বিশ্বের দুই প্রান্তের মিডিয়া ও গবেষকদের ভিন্ন ভাবনা

শওগাত আলী সাগর

যখন কানাডার পত্রিকা পড়ি, কানাডীয়ান টেলিভিশনের খবর দেখি তখন মনে হয় কোভিডের নতুন স্ট্রেইনটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। লন্ডন, আমেরিকার মিডিয়াও তাই বলে। পশ্চিমের বিখ্যাত সব বিজ্ঞানী, গবেষকদের কথা শুনলেও মন শান্ত থাকে। মনে হয় সবকিছুই নিয়ন্ত্রণে আছে।

পুবের মিডিয়ার দিকে তাকানোই যায় না। কেমন রক্ত হিম করা সব শিরোনাম! পূবের কোনো কোনো গবেষকও কেমন ‘রাক্ষসখোক্কসের গল্প’ বলার মতো নতুন স্ট্রেইনটা নিয়ে ভয় ধরিয়ে দেন। অথচ স্ট্রেইনটা একই, কেবল পৃথিবীর দুই মেরুর মিডিয়া আর গবেষকরা দুইভাবে দেখছেন।

অবশ্য পূর্বেও এমন গবেষক আছেন, যারা বিশ্বাস করেন- এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই।

মিডিয়ায় তাদের গলার আওয়াজ তেমন একটা পৌঁছে না।


আরও পড়ুন: কেউ কি আমাকে বলবেন- আমি কি ভুল পথে আছি?


ভাইরাস মাত্রই প্রতিনিয়ত বদলানোর চেষ্টা করে, বিজ্ঞানও প্রতিনিয়ত সেটি চিহ্নিত করে, সেই পরিবর্তনের প্রতিক্রিয়াকে রুখে দিতে সচেষ্ট থাকে। এ যেনো দাবা খেলার ‘রাজা রানী চেক’ দেয়ার মতো ব্যাপার।

আর বিজ্ঞানের, গবেষণার খেলাই তো ‘জ্ঞান (নলেজ)’ নিয়ে, জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানকে শানিত করে ভাইরাসের মিউটেশনের (পরিবর্তনের) মুখোমুখি হয়। কম জ্ঞানী লোকেরা মানুষকে ভয় পাইয়ে দিতে মুখস্ত করা দুর্বোধ্য সব বাক্য আউড়িয়ে মিডিয়ার শিরোনাম হবার চেষ্টায় থাকেন।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv আহমেদ