১৫৩ কেজি ওজনের সিঙাড়া!

১৫৩ কেজি ওজনের সিঙাড়া!

নিউজ ২৪ ডেস্ক

একটা সিঙাড়ার ওজন কত হবে? বড়জোর ১০০ থেকে ১৫০ গ্রাম। কিন্তু, লন্ডনে এবার যে সিঙাড়া তৈরি হলো তার ওজন ১৫৩.১ কেজি। ভাবছেন কে খাবে এতবড় সিঙাড়া? দুঃশ্চিন্তার কিছু নেই; ইতোমধ্যে তা হজমও হয়ে গেছে। ১৫ ঘণ্টা ধরে তৈরি বিরাট সিঙাড়াটিকে শতাধিক গৃহহীন মানুষকে ভাগ করে খেতে দেওয়া হয়।

মূলত বিশ্বরেকর্ড করার জন্য এই বিশালাকার সিঙাড়া তৈরি করে জনপ্রিয় এশিয়ান স্ন্যাক্স। মঙ্গলবার মুসলিম এইড ইউকে চ্যারিটির ১২ জন স্বেচ্ছাসেবী প্রথমে বিশাল সেই সিঙাড়া তৈরি করেন ও তারপর পূর্ব লন্ডন মসজিদের ভ্যাটে সেটি ডিপ ফ্রাই করেন।  

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা গোটা প্রক্রিয়ার তদারকি করে সিঙাড়াটিকে বিশ্বের বৃহত্তম সিঙাড়া হিসেবে স্বীকৃতি দেন।  

এর আগের রেকর্ডটি ছিল ব্র্যাডফোর্ড কলেজের দখলে।

২০১২ সালের জুন মাসে উত্তর ইংল্যান্ডে ১১০.৮ কেজির সিঙাড়া বানিয়েছিল তারা।  

আয়োজক ফরিদ ইসলাম জানান, 'আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। খুব চিন্তা হচ্ছিল। সিঙাড়াটি ভেঙে যাবে মনে হচ্ছিল। একটা ফাটল ধরা পড়তেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ' সূত্র: এনডিটিভি

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর