ময়মনসিংহে সরকারি সেবালয়ের সেবা বন্ধ দিনভর, বিকেলে স্বাভাবিক

ময়মনসিংহে সরকারি সেবালয়ের সেবা বন্ধ দিনভর, বিকেলে স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

জামালপুরে চিকিৎসক নিগ্রহকারীদের বিচার এবং চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করার দাবিতে গতকাল দিনভর বন্ধ ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ।

এছাড়াও সব উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই দাবিতে চিকিৎসকরা বহির্বিভাগ সেবা দেওয়া বন্ধ রাখেন।

মাত্র একদিন আগে চিকিৎসকদের এমন সিদ্ধান্তের কারনে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা মানুষগুলো।

আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট পালনে যে ১৩ নির্দেশনা দিল ডিএমপি

জানা যায়, বিএমএ এবং স্বাচিপ ময়মনসিংহ শাখার আহবানে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর থেকে জেলার সব বেসরকারি চিকিৎসালয় গুলোও বন্ধ রাখা হয়েছিল। বুধবার বিকাল থেকে স্বাভাবিক হয় চিকিৎসা ব্যবস্থা।

মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন চিকিৎসকরা। মানববন্ধনে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকল ডাক্তারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

এরই ধারাবাহিকতায় হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রেখে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন বিএমএ নের্তৃবৃন্দ।

বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভূইয়া জানান, চিকিৎসক সুরক্ষা আইন তৈরি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ এর দাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে। জামালপুরে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় তাদের সাথে সংহতি জানিয়ে ময়মনসিংহেও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ গোলন্দাজ তারা বলেন, চিকিৎসকদের উপর হামলা করা অত্যন্ত ন্যাক্কারজনক। হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ