শেরপুরে ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

শেরপুরে ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে পরিবেশ আইন না মানায় ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (৩০ ডিসেম্বর) বুধবার বিকেলে সদর উপজেলা ও শ্রীবরদীর ৪টি ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা করে জরিমানা করেন ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন।

শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, পরিবেশ আইনের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইটভাটা স্থাপন ও ইট নির্মাণের অভিযোগে সদর উপজেলার আরিফা ব্রিকস, জিহান ঝিকঝাক ব্রিক-৪, শ্রীবরদী উপজেলার সততা ব্রিকস ও মদিনা ব্রিকসের প্রত্যেকটিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সেইসাথে ভবিষ্যতে তাদের পরিবেশ আইন মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


পুরুষদের জন্মবিরতিকরণ পিল আসছে নতুন বছরে ?

গর্ভপাতকে বৈধতা দিল আর্জেন্টিনা

রামপুরায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩


news24bd.tv / কামরুল