সৌদিআরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্পের

অনলাইন ডেস্ক

২ হাজার ডলারের প্রণোদনা বিলে অনুমোদন না নিতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটে রিপাবলিকান পার্টির নেতা ম্যাককনেল। মঙ্গলবার নগদ প্রণোদনা বিল ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার করতে রিপাবলিকান সিনেটরদের প্রেসিডেন্ট ট্রাম্প ফের চাপ দিলে এই আহ্বান জানান ম্যাককনেল।

এদিকে, বাইডেনের আহ্বান উপেক্ষা করেই বিদায় বেলায় সৌদিআরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র ব্রিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। আসমা তুলির ডেস্ক রিপোর্ট।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ প্রায় শেষ। তবুও এই অন্তীম সময়ে এসেও তার শাসনামালে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র  বলে পরিচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিয়াদের কাছে মঙ্গলবার  ৩ হাজার স্মার্ট বোমা বিক্রি অনুমোদন দেয় ওয়াশিংটন।

আরও পড়ুন: মাদারীপুরে জাল সনদে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ!

গণতন্ত্রের বিজয় দিবসে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত সিংড়া

এই বিক্রির তালিকায় রয়েছে আরও সরঞ্জাম।

যার অর্থমূল্য ২৯ হাজার কোটি ডলার  বা ২৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। মঙ্গলবার পেন্টাগন এই তথ্য জানায়। অথচ এই সময়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছিলেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, গেল রোববার নানান চাপে পড়ে ৯০ হাজার কোটি ডলারের  প্রণোদনা প্যাকেজে  স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখনো মার্কিন জনগণের জন্য ৬০০ ডলারের নগদ প্রণোদনা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।

তাই তার মেয়াদে তা বাড়িয়ে দুই হাজার  ডলার করে  আইন পাস করতে রিপাবলিকান সিনেটরদের ওপর ফের চাপ দেন ট্রাম্প।

তবে এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ এড়িয়ে যেতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা ম্যাক কনেল।

মঙ্গলবার সিনেটে নাগরিক প্রণোদনা বৃদ্ধির আইনপ্রস্তাব উত্থাপনে বাধা দেন তিনি।   সেইসঙ্গে ম্যাককনেল আশ্বস্ত করেন, তাঁরা সিনেটে পরবর্তীতে আরেকটি বিল নিয়ে আসবেন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর