জার্মানির নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

জার্মানির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করেছে রাশিয়ার সরকার। এই নির্দেশের কারণে জার্মানির এসব কর্মকর্তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

জার্মানির পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়ার কারণে মস্কো এই ব্যবস্থা নিল। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ এবং জার্মানির জাতীয় সংসদে ২০১৫ সালে সাইবার হামলার অভিযোগ এনে বার্লিন সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন: সৌদিআরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্পের

শাহজালালে ফের বোমা, এবারেরটি ২৫০ কেজি

এরই প্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানীর পদক্ষেপের জবাবে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে।

জার্মানির যেসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অংশ বলে উল্লেখ করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

news24bd.tv তৌহিদ