গাজীপুরে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন

গাজীপুরে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর জেলা পুলিশ লাইন্স কার্যালয়ের সামনে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ ভার্চুয়ালিভাবে পুলিশ সদর দপ্তর থেকে এই ভাস্কর্য উদ্বোধন করেন। এ উপলক্ষে পুলিশ লাইন্সের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: মাদারীপুরে জাল সনদে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ!

কেন কমান্ডো ছবির বিরুদ্ধে ‘ক্ষেপেছে হুজুররা’

পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

পরে অতিথিরা চেতনায়
স্বাধীনতা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ভাস্কর্য বিরোধীদের অপতৎপরতার প্রতিবাদে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এই ভাস্কর্যের মাধ্যমে প্রজম্ম থেকে প্রজম্মান্তরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ছড়িয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুর চেতনাকে লালন ও ধারণ করে পুলিশ সার্ভিসের মান সমুন্নত ও দেশপ্রেমকে জাগ্রত রাখা এবং দেশকে উন্নত বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে।

news24bd.tv তৌহিদ