হংকংয়ের ১০ নাগরিককে কারাদণ্ড দিয়েছে চীনের আদালত

অনলাইন ডেস্ক

হংকংয়ের ১০ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। অবৈধভাবে সীমানা অতিক্রমের অপরাধে কারাদণ্ডের পাশাপাশি তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে।

জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা নৌপথে তাইওয়ান পালানোর পথে গত আগস্টে চীনের কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তাদের অধিকাংশ হংকংয়ে সরকারবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন

শাহজালালে ফের বোমা, এবারেরটি ২৫০ কেজি

কেউ কেউ জামিনে ছিলেন বা বিচারের মুখোমুখি ছিলেন। আদালত জানিয়েছে, তারা প্রত্যেকই দোষ স্বীকার করেছেন। এই ১০ জনের মধ্যে একজনকে দুই বছর ও অন্য আরেকজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইয়ানতিয়ান পিপলস কোর্ট।

বাকী আটজনের সাত মাস করে জেল দেওয়া হয়েছে।

এছাড়া সাজাপ্রাপ্তদের দেড় হাজার থেকে তিন হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হয়েছে।

news24bd.tv তৌহিদ