সিরিয়ায় বাসে হামলা: নিহত বেড়ে ৩৭

সিরিয়ায় বাসে হামলা: নিহত বেড়ে ৩৭

অনলাইন ডেস্ক

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় নিহত বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই সেনা সদস্য বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

গত বছর তাদের নিয়ন্ত্রিত এলাকা হারানোর পর এটাই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

বুধবার দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাসে ওই হামলা চালানো হয়।

আরও পড়ুন: বিকেল থেকে হাতিরঝিলে ঢুকতে মানা

ছুটি কাটাতে বাসটিতে করে বাড়ির দিকে যাচ্ছিলেন সেনারা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফি।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে।

এর আগে সরকারি বার্তা সংস্থা সানা জানায়, একটি বাসে সন্ত্রাসী হামলায় ২৫ জন নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন।

আইএস ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশে কথিত খেলাফত ঘোষণা করেছিল। গত বছর তাদের আঞ্চলিক পরাজয় হয়। তবে সিরিয়ার বেশকিছু অঞ্চলে তারা এখনো আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।

news24bd.tv তৌহিদ