বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং ও অন্যান্য কাজে সহায়তাকারী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস ১৭জন কর্মকর্তা-কর্মচারীর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে.এম শাখাওয়াত মুন জানান সহায়তাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের নয়জন চিত্রগ্রাহক রয়েছেন।

উপ-প্রেস সচিব জানান সংশ্লিষ্ট চিত্রগ্রাহকগণ করোনা মহামারীতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সসহ গণভবনে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার ও ভিডিও রেকডিং এর কাজে দায়িত্ব পালন করেন।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার ও সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।


রিছাং ঝরনায় পা পিছলে পড়ে ২ পর্যটকের মৃত্যু

স্বামীর 'গোপন অঙ্গ' কেটে বিচ্ছিন্ন করল স্ত্রী!

টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ উধাও


news24bd.tv / কামরুল